বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মুম্বই বৈঠকের পর তৃণমূলের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের অভ্যন্তরে তারা কাকে 'বন্ধু' হিসেবে ভাববেন, তা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে।
কংগ্রেসের উদ্দেশ্যে তৃণমূল নেতৃত্বের দাবি, এ রাজ্যে কমপক্ষে তিরিশটি লোকসভা আসনে জয়ী হবে তৃণমূল।
তৃণমূল নেতৃত্বের আরও দাবি, যদি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট বদ্ধ হয়, তবে দুটি আসন তাঁদের ছেড়ে দেওয়া হবে। সেই দুই-য়ের মধ্যেই যদি কংগ্রেস সিপিআইএম-কে দিতে চায়, তাতে তৃণমূলের কোনো সমস্যা নেই।
তৃণমূলের এক সূত্রের দাবি,“আমরা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে আসন রফা করতে চাইছি। সেটা জানিয়েও দেওয়া হয়েছে অন্য দল গুলিকে। যে সব রাজ্যে আসন সমঝোতা নিয়ে দরকষাকষির বিষয় রয়েছে, বা ইতিপূর্বে জোট নেই, সেই রাজ্যে তিনটি মানদণ্ড বিরোধী দলগুলির সামনে রয়েছে।
এক, গত বারের লোকসভা ভোটের ফল, দুই, গত বারের বিধানসভা ভোটের ফল, তিন, গত বারের লোকসভা ও বিধানসভা ভোটের ফল সমন্বয় করে দেখা।’’ তার আরও সংযোজন, পশ্চিমবঙ্গের আসন রফার ক্ষেত্রে তৃনমূলই শেষ কথা বলবে।
অন্য দিকে, বামেদের ফলাফলের যা হাল, তাতে ‘ইন্ডিয়া’র স্বার্থেও তাদের চব্বিশের লোকসভায় আসন ছাড়ার কোনও প্রশ্নই উঠছে না। তাই কংগ্রেসই সিদ্ধান্ত নেবেন তাঁরা কোন দিকে যাবে।
তৃণমূলের এক নেতা বলছেন, “আমরা প্রথমে চেয়েছিলাম সেপ্টেম্বরের মধ্যে আসন রফার বিষয়টি চুকিয়ে ফেলে ভোটে ঝাঁপিয়ে পড়তে। তার পর বিষয়টি ১৫ অক্টোবর হয়ে অক্টোবরের শেষে পৌঁছেছে। কিন্তু এর পর আর দেরি করা যাবে না। যে রাজ্যগুলিতে জটিলতা রয়েছে, সেগুলিতে আসন ভাগের কাজ সেরে ফেলতেই হবে।’’
Comments