top of page

পশ্চিম মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েত বিজেপির ছিল, এখন তৃণমূলের দখলে

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের আসন বিজেপি-র হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস । এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১৫ টি আসনের মধ্যে বিজেপি দখলে যায় ৮ টি, তৃণমূলের দখলে য়ায় ৭ টি। সোমবার ১৮ সেপ্টেম্বর সংখ্যাটা উল্টে যায়।



বহু অশান্তির পর, গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। হঠাৎ ছন্দপতন বিশ্বকর্মা পূজার দিন। তৃণমূলের পতাকা ধরল এক বিজেপি পঞ্চায়েত সদস্য।


ইড়পালা গ্রাম পঞ্চায়েতের খাসবাড় বুথের বিজেপির জয়ী প্রার্থী রমা মন্ডল, যোগদান করল তৃণমূলে। আর এতেই তৃণমূলের সংখ্যা দাঁড়ালো ৮ বিজেপির সংখ্যা দাঁড়ালো ৭।


বিজেপি থেকে আসা তৃণমূলের রমা মণ্ডলের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশীষ হুদাইত।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি শংকর দোলই এবং জেলা তৃণমূলের নেতৃত্বরা।


হঠাৎ কেন এই দলবদল? জনগণের স্বার্থে কি? ধীরে ধীরে এইভাবে পশ্চিমবঙ্গের অনেক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে যাচ্ছে।

Comments


bottom of page