top of page

পুজোয় বিজেপিকে এক ইঞ্চি জমি দিতে রাজি নয় শাসক দল।

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

পুজোর আবহ কাজে লাগিয়ে জনসংযোগের প্রস্তুতি। দিল্লি থেকে ফিরেই পুজোয় ব্যস্ততা। মহালয়া থেকে দীপাবলি পুজোয় ব্যাপক প্রচারের সিদ্ধান্ত। তবে সভা বা মিটিং-মিছিল করে নয়।


নিজ এলাকার সব পুজোয় ব্যস্ত থাকতে বলা হচ্ছে দলের সকলকে। প্রয়োজনে একই মন্ডপ একাধিক বার যেতে বলা হয়েছে। মানুষের সঙ্গে কথা বলে পরিষেবা পাচ্ছেন কিনা তা জানতে বলা হয়েছে। সাংসদ-বিধায়কদের তাই পুজোয় নো-ছুটি।


গতবার বিজয়া সম্মিলনীর মাধ্যমে একাধিক সভা করেছিল তৃণমূল কংগ্রেস। এবারও থাকছে সেই পরিকল্পনা। এক ইঞ্চি জমি না ছাড়ার সিদ্ধান্ত। শাসক দলের মুখপত্রের স্টলের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

Bình luận


bottom of page