
দুর্গাপুর নগর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের অধীন বেনাচিতির রামকৃষ্ণপল্লী এলাকায় স্থানীয় তৃণমূল পার্টি অফিস থেকেই দরিদ্রসীমা নিচে থাকা বসবাসকারীদের জন্য গম দেওয়ার কাজ শুরু হয়েছে| তবে অভিযোগ,১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে বিপিএল তালিকাভুক্তদের জন্য সরকারি বরাদ্দ গম বিলি করা হচ্ছে। অভিযোগ, পার্টি অফিসের ভেতরেই সরকারি গম মজুত করে রেখে দেওয়া হয়েছে বন্টনের জন্য।আরও অভিযোগ ওয়ার্ডের দায়িত্বে থাকা নেত্রী নিজে এই গম বন্টন করছেন।
স্থানীয়রা বলছেন, এই বিষয়ে প্রশাসন কোন নজর দিচ্ছে না। তবে সাধারণ মানুষের গমটা রেশন দোকান থেকেই পাওয়না বিনা পয়সায়। বিপিএল কার্ডে জন্য বরাদ্দ সরকারি গম কেন মিলছে পার্টি অফিস থেকে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
Comments