সবং ব্লকের এক নাবালকের খুন, অভিযোগ তৃণমূল পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে।
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 30, 2023
- 1 min read

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায় নাবালককে খুন করার অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ ৫ জনকে গ্রেফতার করেছিল সবং থানার পুলিশ।
তবে ইতিমধ্যে খবর ৩ জন জেল হেফাযতে থাকলেও ওই পঞ্চায়েত সদস্য এবং আরো একজন পুলিশ রিমান্ডে ছিলেন।সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পর তাদের ফের আজ মেদিনীপুর আদালতে তোলা হয়।
অন্যদিকে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ।এদিকে শনিবার বিকেলে বড়ছড়া এলাকায় নিহত নাবালকের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার কমিশনের একটি প্রতিনিধি দল।
প্রথমে তাঁরা সবং থানায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারপরে নিহত নাবালকের স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
Comments