মালদহে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী খুন, পুলিশের জালে 'খুনি'
- Jaita Chowdhury, WTN
- Sep 15, 2023
- 1 min read

মালদহের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী খুনের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল খুনি। মেহেরুল হক নামে এক যুবককে গ্রেফতার করল পুখুরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে ধৃত যুবক।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের বুধবার, মালদহের পুখুরিয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী সাদেক আলীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের তরফ থেকে দাবি করা হয়,অপহরণ করে খুন করা হয় সাদেক আলীকে। কিন্তু পুলিশি জিজ্ঞেসাবাদের পর উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের অনুমান ঘটনার নেপথ্যে রয়েছে 'ত্রিকোণ প্রেম' তত্ব। প্রাথমিক জিজ্ঞেসাবাদের পর এমনটাই দাবি করেছে ধৃত মেহেরুল হক।
ধৃতকে আজ মালদা জেলা আদালতের চালান করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ এর জন্য ১৪দিনের হেফাজতের নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফে। পুলিশের দাবি, মদের আসরেই খুন করা হয় সাদেক আলীকে। খুনের পর অপহরণ দেখাতে মুক্তিপণ দাবি করে মেহেরুল। বস্তুত, তাঁকে জিজ্ঞাসাবাদে ঘটনার আরো তথ্য মিলবে বলে আশায় পুলিশ।
Comments