পশ্চিমবঙ্গের শাসকদল বিধায়কদের শৃঙ্খলা রক্ষায় একটি কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছে, রাজ্যের পুরমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং বন প্রতিমন্ত্রী।
কমিটির গঠনের উদ্দেশ্য এটি নিশ্চিত করা যে আগামী অধিবেশনগুলিতে যাতে বিধানসভায় গুরুত্বপূর্ণ আলোচনায় দলীয় বিধায়করা উপস্থিত থাকে। তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধায়কের অনুপস্থিতির জবাব সন্তোষজনক না হলে।
কমিটি সিদ্ধান্ত নেবে তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূল দলের নির্দেশ অনুযায়ী, সব বিধায়ককে বিধানসভার অধিবেশন চলাকালীন অংশগ্রহণ করতে হবে।
৭ সেপ্টেম্বর বিধানসভায় ‘বাংলা দিবস’ এবং রাজ্যের ‘সঙ্গীত’ ঠিক করার আলোচনায় অনুপস্থিত ছিলেন অনেক বিধায়ক। তাদের অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করা হয়েছে। দলের নিয়ম অমান্য কেন করলো তারা ?
২১৫ জন শাসকদলের বিধায়ক। তা সত্ত্বেও যে ১লা বৈশাখ বাংলা দিবস পালন করা হবে, এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মাত্র ১৬৭ জন বিধায়কের।
যদিও প্রস্তাবটি গৃহীত হতে কোনো সমস্যা হয়নি। তবুও হঠাৎ এতজন বিধায়ক অনুপস্থিত থাকার বিষয়টি নজরে আসে শাসক দল তৃণমূলের।
Comments