top of page

তৃণমূলের সদস্যের স্বামীকে অপহরণ করে খুনের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদার চাতর গ্রামে।

Writer: Julie Shaw, WTNJulie Shaw, WTN

বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল পঞ্চায়েত সদস্যের স্বামীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া- ২ ব্লকের শ্রীপুর।


অপহরণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের।ইতিমধ্যেই পুখুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।


জানা যায়, মৃত ব্যক্তির নাম সাদেক আলী (৫০)। শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আনোয়ারা বিবির স্বামী। পঞ্চায়েত সদস্যের স্বামীর এমন রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


পরিবারের দাবি অপহরণ করে খুন করা হয় ব্যক্তিকে। পরিবার সূত্রে জানাগিয়েছে, মঙ্গলবার রাতে হঠাৎ বাড়ির বাইরে থেকে উধাও হয়ে যায় পঞ্চায়েত সদস্যের স্বামী। খোঁজাখুঁজি করেও কোনও হদিশ না পাওয়ায় রাতেই তাঁরা পুলিশের দ্বারস্থ হয়।


বুধবার দুপুরে হঠাৎই রক্তাক্ত দেহ ঝোপঝাড়ের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর যায় পুলিশ সহ পরিবারের কাছে। পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের দাবি, রাতে ফোন করে কেউ বা কারা এক লক্ষ টাকা দাবি করেছিলেন। অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।


Comments


bottom of page