top of page

লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ, তৃণমূল নেতাকে আটকে রেখে চলল গণপিটুনি


জনসাধারণের কোটি কোটি টাকা আত্মসাৎ এর ঘটনা পশ্চিমবঙ্গবাসী এর আগেও দেখেছে। এবার চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠল মালদহে তৃণমূল নেতা স্বপন মিশ্র-এর বিরুদ্ধে। তিনি একাধারে মালদহের তৃণমূল নেতা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং পর প্রাথমিক শিক্ষা সংসদে প্রাক্তন সভাপতি।


অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে জনসাধারণের লাখ লাখ টাকা প্রতারণা করেছেন এই তৃণমূল নেতা। কিন্তু চাকরি পাইয়ে দিতে তিনি অক্ষম হন, তাই টাকা ফেরত চাওয়ায় তিনি তা দিতে নারাজ। তাই তাকে আটকে রেখে কার্যত চলল গণপিটুনি । ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।


প্রচারিতরা জানিয়েছেন তিনি বেশ কিছুদিন বেপাত্তাও ছিলেন।


ঘটনাটি জানবার পরে নিজের প্রতিক্রিয়ায় তৃণমূলের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, "যদি কেউ টাকা নিয়ে প্রতারনা করেন তাহলে দল তার পাশে থাকবে না। শুনেছি উনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, তবে এত টাকা নিয়ে উনি কী করেছেন তা তিনি বলতে পারবেন। বিভিন্ন সময়ে তিনি দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন।"


এই টাকা আত্মসাৎ এর বিষয়টি পুলিশ এবং প্রশাসন খতিয়ে দেখবে।

Comments


bottom of page