top of page

চিংড়ির চাষকে কেন্দ্র করে কাঁথিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল


চিংড়ির চাষকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চলল মারামারি হাতাহাতির ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন।


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের কানাইদিঘী গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানকার দেওয়ান চক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু পাত্রের গোষ্ঠীর সঙ্গে এলাকার তৃণমূল নেতা অমৃতাংশু প্রধানের গোষ্ঠীর মধ্যে।


অভিযোগ, রড, লাঠি-সোটা, ধারালো অস্ত্র নিয়ে দেওয়ানচক গ্রামের পঞ্চায়েত সদস্য নির্মল মান্না এবং তৃণমূল নেতা তপন পাত্র, তার সহযোগীদের নিয়ে অন্য এক তৃণমূল কর্মী, অরুণ পাত্র সহ তার অন্যান্য সহযোগীর উপর চড়াও হয় ।


মারামারি হাতাহাতিতে জখম হন অনেকে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়েছে।

Comments


bottom of page