top of page

সংঘর্ষে তৃণমূল ও নির্দল , জখম ১





গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের সেলিয়া এলাকায় তৃণমূল ও নির্দলের মধ্যে শুরু হয় বোমাবাজি। এই ঘটনায় একজনের মৃত্যু হয়। সূত্রের খবর, ইসলাম ও এনামুল এর মধ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বিবাদ চলছিল। আজকে সেই বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে লড়াই , চলে বোমাবাজি । খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালপোখর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।


২২শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মহম্মদ রাহিকে গুলি করে খুনের ঘটনায় ওই পঞ্চায়েতেরই কংগ্রেস সদস্য মহম্মদ মুস্তাফাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করল পুলিশ। মুস্তাফার বাড়িও পাঞ্জিপাড়ায়। বুধবার দুপুরে পাঞ্জিপাড়া পঞ্চায়েত থেকে যখন বাড়ির উদ্দেশে রওনা হন প্রধান তখন মোটরবাইকে তাঁর সঙ্গী ছিলেন মুস্তাফা। পুলিশের দাবি, তিনি তাদের জানিয়েছিলেন, পঞ্চায়েত থেকে তাঁরা যখন রওনা হন, প্রথম বার হামলা করে আততায়ীরা। তারা গুলি চালাতেই রাহি মোটরবাইকের গতি বাড়ান। তখন তিনি মোটরবাইক থেকে ছিটকে পড়ে যান।

Comments


bottom of page