মালদহের মানিকচকে গ্রাম পঞ্চায়েতের পরাজিত তৃণমূল প্রার্থীর স্বামীকে হাঁসুয়ার কোপ
- Ruchika Mukherjee, WTN
- Sep 13, 2023
- 1 min read

বুধবারের ঘটনা মালদহের মানিকচকে পরাজিত তৃণমূল প্রার্থীর স্বামীকে হাঁসুয়ার কোপ। বাড়িতে ঢুকে তার স্বামীর ওপর হামলা করা হয় এমনটাই অভিযোগ।
তৃণমূল এবং বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে আহত হয়েছে দুই পক্ষের মোট ৬ জন।
বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রতলা গ্রামে ব্যাপক চঞ্চল্য ছড়ায়।
পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় তৃণমূল প্রার্থী সহ আহত আরও ৩ জন তৃণমূল কর্মী। আহতরা সকলেই মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি।
পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ১০৭ নম্বর বুথের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জুলি মণ্ডল। তবে, প্রার্থী হতে না পারায় বেশ কিছু বিক্ষুব্ধ কর্মী সমর্থক নির্দলের সমর্থক হয়ে যান।
এই প্রার্থী হতে না পারাকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয় তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের মধ্যে। এই শত্রুতার কারণেই পরাজিত তৃণমূল প্রার্থী জুলি মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় নির্দল সমর্থকরা, এমনটাই অভিযোগ। হাঁসুয়ার কোপে আহত হয় এক মহিলা সহ তিনজন।
অন্যদিকে, নির্দল সমর্থক কৃষ্ণ মন্ডল সহ তিনজন আহত।তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মারধর করার অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
コメント