top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

২রা অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক তৃণমূলের, "দিল্লী পুলিশ অনুমতি না দিলেও ধর্না," অভিষেক বন্দোপাধ্যায়


তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ২রা অক্টোবর, গান্ধীজয়ন্তীতে নতুন দিল্লীতে ধর্নার ডাক দেওয়া হয়েছে। সেই কারণে, আগামী ১ অক্টোবরের মধ্যে দলের সমস্ত সংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগেই ২ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল।"


সোমবার, ১৮ই সেপ্টেম্বর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমরা বার বার আবেদন জানানো সত্ত্বেও দিল্লি পুলিশ ধর্না বিক্ষোভের অনুমোদন দেয়নি। কিন্তু, লিখিতভাবে তা জানাচ্ছে না দিল্লি পুলিশ। একবার লিখিতভাবে পুলিশ সেটা জানালে আমরা সর্বোচ্চ আদালতে যাব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবেই হোক আমরা আমাদের কর্মসূচি পালন করব। প্রয়োজনে যন্তর মন্তরে কর্মসূচি হবে।"

Comments


bottom of page