বিজেপি পরিচালিত কাঁথির মাজিলাপুর গ্রামে পঞ্চায়েত অফিসে প্রধানমন্ত্রী, ভারতমাতা এবং রাষ্ট্রপতির ছবি লাগানো নিয়ে তৃণমূল ক্ষুব্ধ হয়। প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ছবি হাতে নিয়ে তৃণমূলের ক্ষোভ।
তৃণমূলের প্রতিবাদেই বুধবার বিক্ষোভ মিছিল হয়। ঘটনাটি ঘটে কাঁথির এক নম্বর ব্লকের মাজিলাপুর গ্রামে। কাঁথির এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য ও তৃণমূল কংগ্রেসের নেতা আমিন সোহেল সহ তৃণমূল পঞ্চায়েত সদস্যের আরও ১০ জন এই বিক্ষোভ মিছিল করে।
তৃণমূল দলের দাবি বিজেপির অফিসে যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও ভারতমাতার ছবি লাগানো হয়, তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জাতির জনক মহাত্মা গান্ধী সহ সংবিধান রচয়িতা ডাঃ বি আর আম্বেদকরের ছবিও অফিসে লাগাতে হবে।
অন্যদিকে বিজেপিও দাবি করে তৃণমূলের পরিচালিত গ্রাম পঞ্চায়েতেও প্রধানমন্ত্রী ভারতমাতা ও রাষ্ট্রপতির ছবি লাগাতে হবে।
এই নিয়ে শুরু হয় বচসা কাঁথির মাজিলাপুর গ্রামে।
Comments