top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

কলকাতার পুর অধিবেশনে তৃণমূল-বিজেপি ধুন্দুমার, মারপিট সামলাতে গিয়ে হিমশিম খেলেন মেয়র


কলকাতা পুরসভায় বেনজির পরিস্থিতি। বিজেপির কাউন্সিলরদের সঙ্গে তৃণমূলের কাউন্সিলরদের হাতাহাতিতে রণক্ষেত্র সভাক্ষেত্র। মারামারি থামাতে গিয়ে রীতিমত হিমশিম খেলেন মেয়র ফিরহাদ হাকিম।


পরিস্থিতি সামাল দিতে না পেরে অধিবেশন কক্ষ ত্যাগ করেন চেয়ারপার্সন মালা রায়।


সূত্রের খবর, পুরসভায় বিজেপির তরফে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত একটি প্রস্তাব তোলা নিয়ে। ‘আক্রান্ত’ সজলের দাবি, অধিবেশনে মেয়র বিরোধী বেঞ্চের উদ্দেশে বলেন, “বিরোধী কোথায়?”


পাল্টা সজল বলে বলেন, “আপনাকেই মাঝে মাঝে বিরোধী বলে মনে হয়।” এরপরই তৃণমূলের কাউন্সিলরা টেবিল বাজাতে শুরু করেন। ধাক্কা দেন সজলকে। তাল মিলিয়ে চলে অশ্রাব্য গালিগালাজ।


তৃণমূল সূত্রের দাবি, সজলই গালিগালাজ করেছেন।


পরে বিজেপির আনা প্রস্তাব নিয়ে মেয়র বলতে উঠলে অধিবেশন কক্ষ ত্যাগ করে বিজেপি।

Comments


bottom of page