top of page

নাকাশিপাড়ায় খাসজমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, চলল গুলি, জখম উভয়পক্ষের ৭


খাস জমির দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আবারও উত্তপ্ত নাকাশিপাড়া। উঠল গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় দু'জন গুলিবিদ্ধ হয়েছেন এবং লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ৫ জন জখম হয়েছেন।


বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার হরনগর পঞ্চায়েতের ঘুনী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা আয়তুল বিবি দীর্ঘদিন ধরেই রাস্তার পাশের একটি খাস জমি দখল করে ঘর করে আছেন। প্রতিবেশী জাহিদা বিবির পরিবার বেশকিছুদিন ধরেই ওই খাস জায়গা দখল মুক্ত করার চেষ্টা করছিল। এই নিয়ে দুই পরিবারের বিবাদ আদালত পর্যন্ত গড়ায়।


অভিযোগ আজ সকালে জাহিদা বিবির পক্ষ নিয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী জাইদুল সেখের আশ্রিত দুষ্কৃতীরা জোর করে ওই ঘর ভেঙে দিয়ে জায়গায় দখল নেওয়ার চেষ্টা করে। আয়তুল বিবির ছেলে ও পরিবারের লোকজন তাতে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ও গুলি চালায় বলে অভিযোগ।


আয়তুল বিবির ছেলে কলিম সেখ ও তার কাকা মিয়াজান সেখ গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ এছাড়াও ওই পরিবারের আরও দুজন গুরুতর জখম হয়েছেন। পাল্টে মারে বিরোধী পক্ষের তিন জন আহত হয়েছেন। তাদের বেথুয়াডহরী গ্রামীণ


হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। উভয় পক্ষের দাবি তারা তৃণমূল সমর্থক। তবে তৃণমূলের দাবি এর মধ্যে কোনো গোষ্ঠী দ্বন্দ নেই, এটা নিছকই গ্রাম্য বিবাদ।


এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে। তবে পুলিশের দাবি একজন গুলিবিদ্ধ হয়েছে।


Comments


bottom of page