top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

তৃণমূল, সিপিএমকে ছাড়াই ইন্ডিয়া-র সমন্বয় কমিটির বৈঠক আজ, আলোচনা কোন কোন বিষয় নিয়ে?



ফের তলব যুবরাজকে। বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি)।


দলীয় সূত্রে খবর, মূলত সেই কারণেই আজ দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র সমন্বয় কমিটির প্রথম দিনের বৈঠকে হাজির থাকতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন বৈঠকে যোগ দিতে যাবেন না সিপিএমের কোনো নেতাও। দুই দলের অনুপস্থিতিতেই বিরোধী দলগুলির মধ্যে বৈঠক হবে বুধবার।


গত সপ্তাহে মুম্বইয়ে বিরোধী জোট ইন্ডিয়া-র সমন্বয় ও নির্বাচনী রণকৌশল কমিটি তৈরি হয়। বৃহস্পতিবার দিল্লিতে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে ঠিক হয়েছিল এই কমিটির প্রথম বৈঠক। আলোচ্য বিষয় ছিল, আসন বণ্টন প্রক্রিয়া, যৌথ নির্বাচনী প্রচার ও জনসভা। এই কমিটিতে তৃণমূলের পক্ষে থেকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন তাঁকে তলব করেছে ইডি।


দল থেকে অন্য কাউকে পাঠানোর কথা ভাবা হলেও, পরে শীর্ষ নেতৃত্বের মনে হয় অন্য কাউকে পাঠালে কমিটির গুরুত্ব লঘু করা হবে। তৃণমূলের তরফ থেকে তা জানানো হয়েছে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল ও এনসিপি-র শরদ পওয়ারকে।


ওয়াকিবহল মহলের একাংশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র সমন পাঠানো এখন শুধু তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ নয়, বিরোধী জোট ইন্ডিয়া-র শীর্ষ কমিটির এক সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ।

তাই মোদী সরকারের এই প্রতিহিংসাপরায়ণ এবং কেন্দ্রীয় সংস্থার অপপ্রয়োগের রাজনীতিতে বিরোধী দলগুলি তৃনমূলের পাশে দাঁড়াবে। উল্লেখ্য, সিপিআইএমের অস্বস্তি ঠিক এখানেই।


প্রসঙ্গত, মুম্বইয়ে বিরোধী জোট ইন্ডিয়া-র সমন্বয় কমিটি গঠন হওয়ার পর সিপিএমের তরফ থেকে জানানো হয়, দলের কে ওই কমিটিতে থাকবে তা পরে ঘোষণা করা হবে। দলীয় সূত্রের খবর, সপ্তাহন্তে দিল্লিতে সিপিএমের পলিটবুরো বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে। তৃনমূল সূত্রে খবর, অধিকাংশ রাজ্যেই বিরোধী শিবিরের মধ্যে বোঝাপড়া রয়েছে। জট মূলত তিনটি রাজ্যে। পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং দিল্লিতে।


Comments


bottom of page