মোদি সরকারকে রুখতে এবার ভারতমালা দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে তৃণমূল । তৃণমূলের অভিযোগ দোয়ারকা এক্সপ্রেসওয়ে নির্মানে ব্যাপক দুর্নীতি করেছে কেন্দ্র সরকার। টুইটারে এই দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে একটি ক্যাম্পেন চালু করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ভারতমালা স্কান্ডেলে মোদি সরকারকে বিঁধতে তৎপর জোড়াফুল শিবির ।
ভারতমালা দুর্নীতি নিয়ে কী অভিযোগ তৃণমূলের ?
টুইটার ক্যাম্পেনে তৃণমূল অভিযোগ করছে ,
২০১৭ সালে ভারতমালার ফেজ ১ (প্রথম পর্যার) মোট খরচে অনুমোদন দেয় ক্যাবিনেট । মোট ৩৪,৮০০ কিলোমিটার রাস্তার জন্য কিলোমিটার পিছু ১৫.৪ কোটি টাকা বরাদ্দ করা হয়
তবে ২০২৩ সাল পর্যন্ত কেন্দ্রের তরফে মাত্র ২৬৩১৬ কিমি রাস্তার জন্য খরচ বরাদ্দ করা হয় । কিলোমিটার পিছু খরচ বাড়িতে বরাদ্দ করা হয় ৩২ কোটি টাকা
হাইওয়ের মোট বরাদ্দ কিলোমিটারের সংখ্যা কমলেও খরচ বেড়ে যায় প্রায় দ্বিগুন
ফেজ ১ বা প্রথম পর্যায়ের কাজ শেষ করার জন্য সময়সীমা ছিল ২০২২। তবে ২০২৩ পর্যন্ত মাত্র ৩৯ % কাজ শেষ হয়েছে
পাশাপশি দোয়ারকা এক্সপ্রেসওয়েতেও দুর্নীতির অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূলের দাবি,
দোয়ারকা এক্সপ্রেসওয়ের জন্য কিলোমিটার পিছু ১৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও সেই কাজ করা হয়েছে কিলোমিটার পিছু ২৫০ কোটি টাকার
কোনও যুক্তি ছাড়াই বাড়ানো হয় প্রকল্পের খুঁটিনাটি
ভারতমালা প্রকল্পের জন্য অন্য কেন্দ্রীয় প্রকল্পের জন্য বরাদ্দ ১.৫৭ লক্ষ কোটি টাকা ব্যবহার করা হয়েছে
অন্যান্য প্রকল্পের অন্তর্গত ৭৮টি প্রজেক্টকে ভারতমালা প্রকল্পে দেখানো হয়েছে
টোল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র দক্ষিণ ভারতেই আম জনতার ওপর ১৫৪ কোটি টাকার বোঝা চাপানো হয়েছে
তৃণমূলের অভিযোগ এই প্রকল্পে বিস্তর গড়মিল রয়েছে ।
টেন্ডার ছাড়াই অনেকক্ষেত্রে প্রজেক্ট পাশ করিয়ে দেওয়া হয়েছে
জমি জট না কাটিয়েই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে
পরিবেশ বিষয়ক অনেক নিয়মকেই এই প্রকল্পের স্বার্থে বুড়ো আঙ্গুল দেখিয়েছে কেন্দ্র
রাস্তা নির্মানের সময় সুরক্ষা বিধিকেও বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে
২০২৪ লোকসভার আগে ভারতমালাকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। কেন্দ্রের তরফে এই অভিযোগের কোনও উত্তর এখনও দেওয়া হয় নি । তবে বিরোধী জোটে কী আদৌ হাওয়া টানতে পারবে তৃণমূলের ভারতমালা হাতিয়ার ? প্রশ্ন রাজনৈতীক মহলে
Comentarios