top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক বুধবার, বৈঠকেই আসন সমঝোতা ?


দিল্লিতে আগামী ১৩ ই সেপ্টেম্বর I.ND.I.A. জোটের কো -অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। এই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ সেপ্টেম্বর বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। I.ND.I.A. জোটে কোনো আহ্বায়ক রাখা না হলেও এই কমিটির বৈঠক পরিচালনা করার দায়িত্ব শারদ পাওয়ার নেবেন বলে জানা গিয়েছে।


গত মাসে মুম্বাইয়ের বৈঠকে কো -অর্ডিনেশন কমিটি সহ একাধিক কমিটি গঠিত হয়। সেই কমিটিরই প্রথম বৈঠক হতে চলেছে বুধবার।


এই কো -অর্ডিনেশন কমিটিতে রয়েছে I.ND.I.A. জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা। সূত্রের খবর, তিনটি অ্যাজেন্ডার উপর আলোচনা হবে বৈঠকে।


প্রথম, আসন সমঝোতার জন্য আলোচনায় সময়সীমা নির্দিষ্ট করা হবে। কীভাবে আলোচনা হবে তাঁর রূপরেখাও ঠিক করা হবে।


দ্বিতীয়, I.ND.I.A. জোটের সাধারণ ইস্তেহার প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে। তৃতীয়, যৌথ সমাবেশ বা কর্মসূচির দিন এবং স্থান চূড়ান্ত করা হবে।


২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়তে জোট বেঁধেছে বিরোধীরা।


বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আমন্ত্রণে পাটনায় জড়ো হয় একাধিক বিরোধী দল। বেঙ্গালুরু বৈঠকে ঠিক হয় এই জোটের নাম। যে নাম নিয়েও বিতর্ক চলেছে।

Comments


bottom of page