top of page

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৬ জেলায়, অকাল বৃষ্টিই কি ডেকে আনবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুকে?

Trisha Roy, WTN


বঙ্গোপসাগরের পুবালি বাতাসে গরম বাড়ছে ভরা কার্তিকেও। আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। সাধারণ মানুষের জিজ্ঞাসা পুজোর পরের ঠাণ্ডা আমেজ হঠাত উধাও কেন? এই বৃষ্টিই কি ডেকে আনবে, উত্তরের ঠাণ্ডা বাতাসকে? হাওয়া অফিস জানাচ্ছে, আচমকাই বদল হতে পারে, রাজ্যের আবহাওয়া।


শুক্রবার, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং জেলায়, বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। ফলে সামগ্রিক আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে। শনিবার থেকে, বাতাসের দিক পরিবর্তনের ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে, বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গে। এই পরিবর্তনের সময় দ্রুত কমতে পারে পারদ। বাড়বে অসুস্থতা।


পশ্চিমবঙ্গবাসীদের জন্য পূর্বাভাস, পুবালি হাওয়ার প্রকোপ কাটলেই রাজ্যে ঢুকবে উত্তরের ঠাণ্ডা বাতাস দ্রুত নামবে তাপমাত্রা। শীতের আগমনী হিসেবে, বাতাসে কমবে আর্দ্রতা, আচমকাই দ্রুত কমতে পারে তাপমাত্রা। আবহাওয়ার আরও আপডেটের জন্য WTN-র সঙ্গে থাকুন, কারণ রাজ্যে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া!



Comments


bottom of page