আজ ও কাল দিনভর বৃষ্টি। মেঘলা আকাশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল। বৃষ্টি পড়লেই অস্বস্তি কমবে। আগামী দু তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে, দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। মৎস্যজীবীদের শনি ও রবিবার উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।
রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে।
কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ; বৃষ্টি। সপ্তাহান্তে জমিয়ে বৃষ্টি; কার্যত রেইনি ডে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দুই এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। সোমবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ৫.৪ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
Comments