top of page

মুজফ্ফরনগরের পর মহারাষ্ট্র : চোর অপবাদে ৩ দলিত নাবালকের ওপর নির্যাতন । উলটো করে ঝোলানো হল গাছে

মুজফ্ফরনগরের পর এবার মহারাষ্ট্রের আহমেদনগর। স্কুলে মুসলমান চিন্হিত করে শিশুকে নিগ্রহের ঘটনার রেশ কাটতে না কাটতে না কাটতে এবার ৩ দলিত নাবালককে নিগ্রহের ভিডিও সামনে এল। আহমেদনগরের শ্রীরামপুর তহসিলে ৩ দলিত নাবালককে গাছে উল্টো করে ঝোলানো হয়। তারা ছাগল ও পায়রা চুরি করেছিল, এমন অভিযোগ তুলে প্রথমে মারধর করা হয়, পরে তাদের গাছে হাত পেয়ে বেঁধে উলটো করে ঝোলানো হয়। এই নির্মম দৃশ্য এখন ভাইরাল। নাবালক ও তাদের পরিবারের সদস্যদের বয়ান অনুযায়ী ৪ ব্যক্তি তাদের চোর সন্দেহে প্রথমে মারধর করে, পরে হাত পা বেঁধে গাছে উলটো করে ঝুলিয়ে দেয়। সঙ্গে চলে গালাগালি ও নির্যাতন ।



মুজফ্ফরনগরের শিশু নিগ্রহের ঘটনার রেশ কাটার আগেই মহারাষ্ট্রেও জাতি বিদ্বেষ। রাজনীতিও তুঙ্গে। বনচিত বহুজন আগাড়ি সংগঠনের সভাপতি প্রকাশ আম্বেদকর এই ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি করেছেন । পাশাপাশি ওই তিন নাবালকের বাড়ির লোকের সঙ্গেও কথা বলেন তিনি । আগাড়ি যে এই ঘটনার শেষ দেখে ছাড়বে তাও জানিয়ে দেয় প্রকাশ আম্বেদকর। টুইটারে ঘটনার ভিডিও এবং নির্যাতিতদের বোতামও পেশ করেছেন আম্বেদকর। সরাসরি কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একলাখ শিন্ডেকে।



এদিকে মহারাষ্ট্রের রেভিনিউ মন্ত্রকের দ্বায়িত্বে থাকা মন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাটিল হাসপাতালে গিয়ে ওই ৩ নাবালকের সঙ্গে দেখা করেন। পাটিল আহমেদনগরের আদিবাসিন্দা । তিনি নির্যাতিতদের পরিবারের সদস্যদের আশ্বাস দেন এই ঘটনার তদন্ত হবে এবং অপরাধিদের সাজা হবে। তবে রাজনৈতিক মহলের মতামত ভিন্ন।



মহারাষ্ট্রে শিন্ডের হাত ধরে ঢোকে বিজেপির সরকার। অনেকেরই অভিযোগ বিজেপির শাসনকালে উগ্র হিংসা বিশেষকরে জাতি হিংশার জের বেড়েছে। তাই পাটিলের এই হাসপাতাল ভিজিটকে রাজনৈতীক মহলে অনেকেই সামাল দেওয়ার কৌশল হিসেবেই দেখছেন। এদিকে ঘটনার ২৪ ঘন্টা পরেও কেন ওই ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হল না তা নিয়ে ও প্রশ্ন উঠছে ।



Comments


bottom of page