মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করেই ফের মধ্যরাতে উপাচার্য নিয়োগ। মঙ্গলবার মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে অধ্যাপক কাজল দে-কে নিয়োগ রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল উপাচার্য নিয়োগনামায় সই করছেন, সেই ছবিও প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, এদিন শিক্ষক দিবসের এক অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে যে একাধিক নির্দেশনামা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি যে বিশ্ববিদ্যালয় বোসের নির্দেশ মেনে চলবে, তাঁদের ক্ষেত্রে ‘আর্থিক অবরোধ’ করবে বলেও এদিন সভা থেকে বলেন মমতা।
সেই হুঁশিয়ারি কার্যত উড়িয়ে দিয়েই মঙ্গলবার মধ্যরাতে আবার উপাচার্য নিয়োগ করেছেন সি ভি আনন্দ বোস। বলা বাহুল্য, এই ঘটনা রাজ্য এবং রাজভবনের সংঘাত আরো এক দফা চড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, বিকাশ ভবন বনাম রাজভবনের সংঘাত আজকের নয়। গত ২ সেপ্টেম্বর রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, নতুন করে অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ না হওয়া অবধি তিনি নিজেই উপাচার্য হিসেবে দায়িত্ব সামলাবেন। এই বিষয়টিকে কেন্দ্র করে জলঘোলা হয়েছে বিস্তর। চলেছে রাজনৈতিক তরজাও।রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল, তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে।
এই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জানান, আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সার্বভৌম অধিকর্তা হলেন উপাচার্য। তাই তাঁর অধীনস্থ যে সব বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সেখানকার কর্মীরা আচার্যের নির্দেশ মেনেই কাজ করবেন। এখানে সরকারের হস্তক্ষেপ অপ্রাসঙ্গিক।
Comments