কলকাতা বিমানবন্দরে বিশ্বকর্মা পূজার আয়োজন। ডিপারচার লাউঞ্জ এর ভেতরে প্যান্ডেল করেই পুজোর আয়োজন করা হয়।
বিভিন্ন উৎসবের সময় নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারে কলকাতা বিমানবন্দরে আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজোও।
বিমানবন্দরের ৩ সি গেটের ভেতরে প্যান্ডেল করে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে। ৩সি গেটের ভেতরে সি.আই.এস.এফ. ও বিমানবন্দর ম্যানেজারের ঘরের পাশেই চলছে এই পুজোর আয়োজন।
এই পুজো উপলক্ষে ৩সি গেটের ভেতরের বেশ খানিকটা জায়গা রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। তবে প্যান্ডেলটি সিকিউরিটি গেটের ভিতরে হওয়ায় সাধারণ মানুষ এই প্যান্ডেলের সামনে যেতে পারবে না।
শুধুমাত্র বিমানবন্দর কর্মী, এয়ারলাইন্স কর্মী ও সি আই এস এফের জওয়ানরাই প্যান্ডেলের সামনে যেতে পারবে।
বাঙালিদের কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর আমেজ শুরু। সাধারণত বিশ্বকর্মা পুজো কারখানায় বা গাড়িতে পুজো হয় । সুন্দর করে কলকারখানা, গাড়ি, ট্রেন ফুলের মালা দিয়ে সাজায় কারিগরেরা।
পুরাণমতে, বিশ্বকর্মা আমাদের বিশ্বের নির্মাণকর্তা। তিনি প্রজাপতি ব্রহ্মার পুত্র। পিতার নির্দেশই বিশ্বকর্মা পৃথিবী নির্মাণের কাজ শুরু করেছিলেন।
Comments