‘‘সফর সফল। বিনিয়োগ আসছে।’’- ১২ দিনের বিদেশ সফর পর আজ শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের নামার পর মুখ্যমন্ত্রীর উচ্ছসিত বক্তব্য।
পাশাপাশি উনি বললেন, ‘‘মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইতে আমরা বাণিজ্য সম্মেলন করেছি। ফিকি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সবটা আয়োজন করেছিল। এত সফল কর্মসূচি আমি খুব কম দেখেছি।’’
তার বিদেশ সফরের তালিকায় ছিলো স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাই। মূল কর্মসূচি শিল্প সম্মেলন হলেও বিদেশি লগ্নী, ফুটবল এবং বইমেলার কর্মসূচি ও ছিল।
গত ২৩ শে সেপ্টেম্বর দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে যান মুখ্যমন্ত্রী। তখন তিনি জানান -"গত বইমেলায় স্পেন ছিল থিম। তখনই ঠিক করে নিয়েছিলাম, এর পর কোথাও যদি যাই তা হলে ছোট্ট, সুন্দর দেশটায় যাব।’’
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা বইমেলার আয়োজক সংগঠন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং শুধাংশু দে। দুই দেশের সাহিত্য প্রেমীদের মধ্যে বইয়ের জনপ্রিয়তার, চিন্তার ভাবনার আদান-প্রদানের জন্য 'মউ' স্বাক্ষর হয়েছে।
এর পরেই ইংল্যান্ড থেকে সপরিবারে মাদ্রিদে পৌঁছান প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলী। এখানে তিনি মউ সাক্ষর অনুষ্ঠানে বাঙালির ফুটবলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন এবং একটি অপ্রত্যাশিত ঘোষণা করেন, সেটি হলো শালবনীতে ইস্পাত কারখানা তৈরী হওয়ার কথা।
লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ জানান বাংলার ফুটবলের জন্য কাজ করতে তারা খুব আগ্রহী। মুখ্যমন্ত্রীর জানান সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামকে তিনি লা লীগার একাডেমির জন্য দেবেন। ছিলেন কলকাতার তিন ফুটবল ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং এর কর্তারা।
এই বিদেশ সফর নিয়ে শিল্প, ফুটবল সব নিয়েই আশাবাদী মুখ্যমন্ত্রী।
Comments