top of page

'রায়' বনাম 'রায়' তরজা চলছে ধুপগুড়িতে



আতঙ্ক ছিল বন্যপ্রাণীর, তাই সারা রাত টহল দিয়েছে পুলিশ বাহিনী। নির্দিষ্ট সময় থেকেই শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া, ভোর থেকেই লাইন দিয়েছেন ভোটাররা। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন। বেলা যত বেড়েছে, ভোটারদের লাইন তত লম্বা হয়েছে।


এখনও অবধি বিশৃঙ্খলার কোনো সংবাদ নেই তবে ভোট শুরুর কিছুক্ষন পরে একটি বুথ এ মেশিন খারাপ হওয়ার খবর এসেছে। যার জন্য ওই বুথ এ ভোট গ্রহণ কিছুক্ষন থমকে যায়। শেষ অবধি পাওয়া খবরে কোনো বুথ থেকেই অপ্রীতিকর কোনো ঘটনার খবর আসেনি।


দুর্গরক্ষা করতে অবশ্য বিজেপি মরিয়া। উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে অবশ্য দলবদলের লড়াইয়ে সরগরম ছিল ধুপগুড়ি। গত শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শনিবার বিকেলে উত্তরীয় পরিয়েছিলেন মিতালি রায়। আর ধূপগুড়ির প্রাক্তন এই বিধায়িকা রবিবার সকালে সুকান্ত মজুমদারের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। যে মিতালি শনিবার 'জয় বাংলা' স্লোগানে গলা মিলিয়েছিলেন, তিনিই ১২ ঘণ্টা পরে 'জয় শ্রীরাম' স্লোগান দিলেন।


২০১৬ সালে মিতালি বিধানসভা ভোটে জয়ী হলেও ২০২১ সালে তিনি বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের কাছে হাজার চারেক ভোটের ব্যবধানে পরাজিত হন। বামেরা পাঁচ শতাংশের আশপাশে ভোট পেয়েছিল।


সিপিআই (এম) এর ঈশ্বর চন্দ্র রায় এই উপনির্বাচনে কংগ্রেস-বাম জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে ক্ষমতাসীন টিএমসি প্রার্থী করেছে নির্মল চন্দ্র রায়কে, যিনি পেশায় একজন শিক্ষক।


Commentaires


bottom of page