তারাদের দেশে ISRO কন্ঠ
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 4, 2023
- 1 min read
ইসরো-র বিজ্ঞানী এন. ভালারমাঠি ৬৪ বয়েসে হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইতে মারা গেলেন। তার কণ্ঠই শোনা যেত এতদিন ভারতবর্ষের রকেট ছাড়ার সময়। এমনকি, ঐতিহাসিক মাইলফলক রচয়িতা চন্দ্রযান-৩ উত্থানের সময়ে কাউন্টডাউনটি ওনার কন্ঠেই শোনা গিয়েছিল। হঠাৎ তার মৃত্যুর খবরে সমগ্র ভারত বিস্মিত।

তিনিই ছিলেন ইসরো-র কণ্ঠ যা সারা বিশ্বের মানুষ শুনেছেন। ইসরো-র সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যম ছিলেন তিনিই।
আর তার কণ্ঠ শোনা যাবে না কোন রকেট লঞ্চে। চন্দ্রযানের সফল অভিযানের পর এই আচম্বিক সংবাদে মহাশূন্যের প্রতি উৎসাহী প্রত্যেক ভারতবাসী আজ মর্মাহত।
১৯৮৪ থেকে ইসরো-র কণ্ঠপ্রদানকারীর ভূমিকায় অবতীর্ণ এন. ভালারমাঠি এখন নিজেই পাড়ি দিয়েছেন তারাদের দেশে।
Comments