top of page

দশ মাসের কন্যা সন্তানকে গলা টিপে খুন ভারত-ভুটান সীমান্তে

Writer's picture: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


নিজের দশ মাস বয়সের কন্যা সন্তানের গলা টিপে খুন করে বাড়িতেই কবর দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। পাঁচ বছর বয়সের আরেক কন্যা সন্তান মায়ের এই কীর্তির কথা প্রকাশ্যে আনতেই হইচই পরে গিয়েছে ভারত ভুটান সীমান্তের জয়গাঁ শহরের ঝর্না বস্তিতে।


জয়গাঁ থানার পুলিশ মা মেরিনা বিবিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। জয়গাঁ থানার ওসি টি এন লামা বলেন, " ওই মহিলাকে তুলে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ঘটনা নিয়ে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করে নি। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে।"


জানা গেছে যে, জয়গাঁ-র ঝর্ণা বস্তি এলাকার বাসিন্দা ওই মহিলার স্বামী জেলে বন্দি আছেন। বাড়িতে দুই মেয়েকে নিয়ে উনি থাকতেন। পাশেই ওই মহিলার বাপের বাড়ির লোকেরা থাকেন।


মঙ্গলবার নিজের দশ মাস বয়সের কন্যা সন্তানকে গলা টিকে খুন করে তিনি বাড়িতেই কবর দিয়ে দেন। বুধবার এই ঘটনা প্রতিবেশিদের জানিয়ে দেয় তাঁর পাঁচ বছরের মেয়ে।


এর পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত মাকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। প্রতিবেশীরা ওই মহিলার কড়া শাস্তির দাবি তুলেছেন।


কবর খুঁড়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কী কারনে এই খুনের ঘটনা তা নিয়ে তদন্ত চলছে।

Comments


bottom of page