top of page

দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট দিলো ইন্ডিয়া


দ্বিতীয় ওডিআই-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৯৯ রান করে প্রথম ইনিংস শেষ করল ইন্ডিয়া।


শ্রেয়াস আইয়রের ৯০ বলে ১০৫ রানের কাম ব্যাক ইনিংস, শুভমান গিলের ৯৭ বলে ১০৪, ম্যাচের অধিনায়ক কে এল রাহুল করেছেন ৩৮ বলে ৫২ অর্থাৎ হাফ সেঞ্চুরি, ম্যাচের মান রেখেছেন সূর্য কুমার যাদবও। যাদবের নামের পাশে লিখিল ৩৭ বলে ৭২ রান অপরাজিত।


ঈশান-কিশনের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮ বলে ৩১ সাথে ছিল দুটি চার এবং দুটি ছয়। এবং রবীন্দ্র জাদেজা ৯ বলে ১৩।


অপরদিকে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রীন নিয়েছেন ২টি উইকেট, ঝাম্পা, অবট এবং হ্যাজারুড-এর ঝুলিতে রয়েছে ১টি করে উইকেট


এত সুন্দর প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে কি দাঁড়ায়, অস্ট্রেলিয়া কি পারবে ৩০০ বলে ৪০০ রান তুলতে? চোখ থাকবে ম্যাচের রেজাল্ট-এর উপর।

Comentários


bottom of page