ভারতে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে। ৪৫ দিন ধরে চলবে এবং খেলা হবে ৪৮ টি ম্যাচ।
প্রতিযোগিতায় দশটি অংশগ্রহণকারী দেশ রয়েছে। প্রত্যেকটি দল একবার করে অন্য দলের সঙ্গে মুখোমুখি হবে। অর্থাৎ নয়টি লীগ পর্বের ম্যাচ হবে। নয়টি ম্যাচ হয়ে যাওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষে যে চারটি দল সেমিফাইনালে উঠবে, তাদের মধ্যে প্রথম দল বনাম শেষ চারে থাকা দল এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল লড়বে একে অপরের মুখোমুখি। ফাইনালে যে দল জিতবে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সালের চ্যাম্পিয়নের মুকুট হবে তাদের।
পুরুষ ক্রিকেটে অংশগ্রহণকারী ১০ টি দল - ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা।
৫ ই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের এক নম্বর ম্যাচটি। মুখোমুখি হয়েছিল দুই দল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
ভারত তার প্রথম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ই অক্টোবর, চেন্নাইতে। এরপর ১১ই অক্টোবর দ্বিতীয় ম্যাচ আফগানিস্তান বনাম ভারত, দিল্লিতে। তৃতীয় ম্যাচ ১৪ই অক্টোবর পাকিস্তান বনাম ভারত, আহমেদাবাদ। চতুর্থ ম্যাচ ১৯শে অক্টোবর বাংলাদেশ বনাম ভারত, পুনে; এবং পঞ্চম ম্যাচ ২২শে অক্টোবর নিউজিল্যান্ড বনাম ভারত, ধর্মশালাতে হয়।
তবে টিম ইন্ডিয়া, এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। এই পর্যন্ত তারা পাঁচটি ম্যাচ খেলেছে এবং প্রত্যেকটিতে জিতেছে। ফলে বাকি টিম গুলির তুলনায় বিশ্বকাপের পয়েন্ট টেবিলে তারা সব থেকে এগিয়ে রয়েছে।
এইবারে ভারতীয় দলে সব থেকে বেশি রান করেছেন বিরাট কোহলি, তার রান রেট ৩৫৪। তারপর রয়েছেন রোহিত শর্মা, তার রান রেট ৩১১। এছাড়া ভারতীয় ওপেনার শুভমান গিল তার বিধ্বংসী রূপ দেখিয়েছেন ব্যাটিংয়ে।
কুলদীপ যাদব এবং জাডেজার জুটি ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে দল এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। কে এল রাহুলের ধরা অনবদ্য ক্যাচ, এবং কুলদীপ যাদব এবারে অসাধারণ ফিল্ডিংও করেছেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে অলরাউন্ডার হার্দিক পান্ডে পায়ের গোড়ালিতে চোট পান, যার ফলে দল একটু হলেও সংকটে আছে।
আগামীকাল ২৮ শে অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের খেলা হবে ইডেন গার্ডেনে। তবে ইতিমধ্যেই জানা গেছে ইডেনে খেলা হবে বলে অন্যভাবে সাজিয়ে তোলা হচ্ছিল ইডেন গার্ডেনকে। কিন্তু তার মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা বৃহস্পতিবার আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মারে চার নম্বর গেটে, তাতে গেট ভেঙে যায় এবং পাঁচিলের একাংশ পড়ে যায়। ম্যাচের আগে এরকম দুর্ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে সিএবিকে। এছাড়া এদিন আবার ইডেন গার্ডেনের বাইরে মেম্বাররা টিকিট না পেয়ে বিক্ষোভও দেখান।
তবে দর্শকদের মধ্যে এই মুহূর্তে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
Comentarios