স্টাফরুমে বসছে সিসিটিভি , উত্তেজিত খোদ কলেজের অধ্যাপকরা ! কেন আলোচনা ছাড়াই নজরদারি?
- Ruchika Mukherjee, WTN
- Sep 13, 2023
- 1 min read

মঙ্গলবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ডাঃ গৌরমোহন রায় কলেজের স্টাফ রুমে সিসিটিভি বসানো নিয়ে শুরু হয় উত্তেজনা। শিক্ষকদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই মঙ্গলবার কলেজের স্টাফ রুমে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য লোক আসে।
এই নিয়ে কলেজ অধ্যক্ষ এবং শিক্ষক দের সাথে অশান্তির সৃষ্টি হয়।তারপরই এই ঘটনার প্রতিবাদে মুখর হন তারা। কলেজে সেদিন পড়াশোনায় ব্যাঘাত ঘটে।
শিক্ষক-শিক্ষিকা দের অভিযোগ অধ্যক্ষ তাদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করেন। যদিও অধ্যক্ষ খামরুইয়ের দাবি কলেজের নিরাপত্তা ও রাগিং আটকাতে সরকারের নির্দেশ মেনে এই কাজ করেন।
Comments