top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

মিড ডে মিলের জিনিস চুরি করার অভিযোগে বিদ্যালয়ের শিক্ষককে আটকে রেখে ক্ষোভ গ্রামবাসীর


মিড ডে মিলের চাল ডাল আলু চুরির অভিযোগে শিক্ষককে বিদ্যালয়ের মধ্যে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের, উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।


উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের কমলাপুর এফপি স্কুলের ঘটনা।মিড ডে মিলের চাল, ডাল, আলু চুরি করার অভিযোগ উঠল বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।


অভিযোগ, বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক প্রণব কুমার চন্দ এদিন বিদ্যালয় ছুটি থাকা অবস্থায় বিদ্যালয়ে এসে মিড ডে মিলের আলু চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে স্থানীয় গ্রামবাসীরা এসে তাঁকে হাতেনাতে ধরে।


এর পরে, বিদ্যালয়ের শিক্ষক কক্ষের মধ্যে তাঁকে আটকে রেখে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। গ্রামবাসীদের অভিযোগ, মাঝেমধ্যেই ঐ শিক্ষক স্কুলের মিড ডে মিলের চাল ডাল আলু চুরি করে বাড়িতে নিয়ে যায়।


এই বিষয়ে স্থানীয়রা বলেন, "দীর্ঘদিন ধরে ঐ শিক্ষক বিদ্যালয়ের চাল ডাল আলু চুরি করছে। এই দিন বিদ্যালয় ছুটি থাকা অবস্থায় তিনি বিদ্যালয়ে এসে চাল ডাল চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে আমরা তাকে হাতেনাতে ধরে বিদ্যালয়ের মধ্যে আটকে রেখেছি।"


ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ এসে ক্ষোভ সামলায়। এই বিষয়ে অভিযুক্ত পার্শ্ব শিক্ষক কোনো বক্তব্য দিতে চাননি।

Comments


bottom of page