মালিক কর্তৃপক্ষের সাথে শ্রমিক সংগঠনের বৈঠকের পরেও বের হয়নি রফাসূত্র। তাই ডুয়ার্সের ডায়না চা বাগান সহ একাধিক চা বাগানে ২০ শতাংশ বোনাসের দাবিতে চলছে গেট মিটিং চা শ্রমিক দের।
চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে বানারহাট ব্লকের ডায়না চা বাগান সহ বানারহাটের একাধিক চা বাগানে বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং এ সামিল হল তৃণমূল,বিজেপি, সি পি আই এম এর চা বাগান শ্রমিক ইউনিয়ন ।
এই বিষয়ে উল্লেখ্য উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজো বোনাস নিয়ে গতকাল কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয় । সেই বৈঠকে মালিকপক্ষ থেকে জানানো হয় সাড়ে আট শতাংশ বোনাস দেওয়া হবে। কিন্ত সমস্ত শ্রমিক সংগঠন কুড়ি শতাংশ বোনাস প্রদানের দাবি জানান। দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে কিন্ত কোনো সিদ্ধান্ত হয়না বৈঠক ভেস্তে যায়।
আগামী ৫ ও ৬ অক্টোবর পূনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে।
এদিকে ২০% বোনাসের দাবিতে অনঢ় তৃণমূল,বিজেপি,বাম সহ সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনরা ।
শুক্রবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি বাগানে চলছে গেট মিটিং । এদিন গেট মিটিংয়ে সামিল হয়েছে শ্রমিকরা । শ্রমিকরা স্পষ্ট জানান ২০% বোনাস তাদের লাগবেই। না হলে পুজোর মুখে বৃহত্তর ও চা বাগানে আন্দোলন গড়ে তোলা হবে। স্বাভাবিকভাবে পুজোর মুখে সিঁদুরে মেঘ দেখছে মালিক কর্তৃপক্ষ।
Comentarios