top of page

মাঝেরহাট মেট্রো স্টেশন প্রস্তুতির শেষ পর্বে

এই বছরই, জোকা-তারাতলা-র মধ্যবর্তী মাঝেরহাট স্টেশন মেট্রো ষ্টেশনটি তৈরি হবে। এবং তারপরেই বহু-প্রতীক্ষিত জোকা-তারাতলা-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবার চূড়ান্ত পর্বের কাজ অনেকটাই সম্পন্ন হবে খুব শীঘ্রই।



কলকাতা মেট্রোর পার্পল লাইন। অর্থাৎ জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের গুরুত্বপূর্ণ স্টেশন হল মাঝেরহাট। সেই স্টেশনে ফিনিশিং টাচের কাজ চলছে। প্লাটফর্মের ছাদে পিভিসি সিট লাগানো হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য বসানো হচ্ছে লিফ্ট ও এসস্ক্যালেটর। স্টেশনের শোভা বাড়াতে বসানো হচ্ছে নানা রকমের ছবি। মেঝেতে লাগানো হবে গ্রানাইট পাথর।


এখন জোকা থেকে তারাতলা একটি রেকেই মেট্রো চলাচল হচ্ছে। এর ফলে মেট্রো যাত্রী কম। মাঝেরহাট মেট্রো পরিষেবা চালু হলে যাত্রী সংখ্যা বাড়বে বলে অনুমান করছে মেট্রো কর্তৃপক্ষরা।

Commentaires


bottom of page