top of page

যুগের সাথে পাল্টাচ্ছে তারাপীঠ শ্মশান, দাবি সাধকদের

রাত বারতেই শয়ে শয়ে হোম কুন্ডু জ্বলে উটেছে তারাপীঠ মহাশ্মশানে। কথিত আছে, কৌশিকী অমাবস্যার দিনেই সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। এই তিথিতেই সাধক বামদেব তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় পঞ্চ মুন্ডির আসনে তন্ত্র সাধনা করেন।



সাধক ও তান্ত্রিকরা এই বিশেষ তিথিতে রাত্রে তন্ত্র সাধনা করতে ছুটে আসেন তারাপীঠ মহাশ্মশানে। কিন্তু তারা অভিযোগ জানায়, তন্ত্র সাধনা করার আর সেই পরিবেশ নেই মহাশ্মশানে। পুজো উপলক্ষে চারিদিকে গান-বাজনা ,হুল্লোড় চলছে। তা তে তন্ত্র সাধনা করতে সমস্যা হচ্ছে সাধক ও তান্ত্রিকদের।

আগে তন্ত্র সাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা তারাপীঠ মহাশ্মশান ছিল। এখন তা দেখা যায় না। ডিজিটাল যুগে উন্নত শ্মশান হয়েছে।

তারাপীঠ মহাশ্মশান আর আগের মত নেই।

Comentarios


bottom of page