বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো করা হলো উত্ত্রবঙ্গের ধূপঝরা ক্যাম্পে। পর্যটকেরাও সেলফি তুললেন হাতিদের সাথে। পুজোতে সামিল হলেন বনকর্মীদের সাথে পর্যটকরা।
গোরুমারা জাতীয় উদ্যানের ২৯ টি হাতি কে এদিন পুজো দেওয়া হলো। বিশ্বকর্মা পুজোর দিনটিকে একটু আলাদা করেই পালন করলেন বনকর্মী ও বনবস্তির বাসিন্দারা।
প্রতি বছরের মতো এই বছরেও নিয়ম-নিষ্ঠার সঙ্গে ধুমধাম করে উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে পালন করা হলো হাতি পুজো। গ্রামবাসীদের পাশাপাশি পর্যটকেরাও এই পুজোতে অংশ নেন। তাঁরাও এদিন সকাল থেকে উপোস করে ছিলেন পুজো শেষ না হওয়া অবধি।
এদিন বিশ্বকর্মার বাহন হাতিকে পুজো দেওয়া হয়। তবে কোনো মাটির মূর্তিকে পুজো করা হয়না। ডুয়ার্সের গোরুমারা জাতীয় উদ্যান , ধুপঝোড়া, মেদলা ক্যাম্প, টন্ডু ক্যাম্পেও পোষা হাতিদের পুজো দেওয়া হয়।
গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত ধুপঝরা ক্যাম্পে পোষ্য হাতিদের মতিরানি,যুব রাজা,কিরন রাজ, বর্ষন,হিলাড়ি,মতিরানী সহ ২৯টি পোষ্য হাতি এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে থাকা ৩৯ টি পোষ্য হাতিকে পুজো করা হয়।
সকাল সকাল তাদের নদিতে স্নান করানো হয়। এরপর তাদের রঙ বেরং এর খরিমাটি দিয়ে সাজানো হয় । এমনকি প্রতিটি হাতির নাম তাদের গায়ে লিখে দেওয়া হয়।
পোষ্য হাতিদের পুজো দিয়ে দিনটি পালন করলেন বনকর্মী ও বন বস্তিবাসীরা ।প্রার্থনা করলেন হাতির উপদ্রব যেন কমে যায় ডুয়ার্সে ।
Commentaires