এবার সুকান্তর টি টোয়েন্টি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, 'জি টোয়েন্টি বৈঠক শেষ হলেই কালীঘাটে সুরি হবে টি টোয়েন্টি। দুর্নীতিগ্রস্থদের জন্য খারাপ সময় আসছে!'
সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই রাজনৈতীক তরজায় তুঙ্গে। প্রশ্ন উঠছে কোন টি টোয়েন্চির কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি? তাহলে কী আবার রাজ্যে কোনও নতুন দুর্নীতির পর্দাফাঁশ করা হবে? নাকি এটাও কোনও রাজনৈতিক কৌশল?
ধূপগুড়ি সহ দেশের ৭টি উপনির্বাচনে বিরোধী শিবির তাদের ওমান ইজ টি ওমান লড়াইয়ের ফরমুলা নিয়েছিল। জয় হয় বিরোধীদেরই । বিজেপির থেকে ৭ উপনিরাবচলে আসন ছিনিয়ে নেই বিরোধীরা। এই জয়কে বিরোধী জোটের সাফল্য বলেই মনে করেন অনেকে । তাতেই কী তাহলে জমি নড়ল বিজেপির ? তাই কী নতুন কোনও ছক? প্রশ্ন রাজনৈতিক মহলে।
বিরোধীরা অবশ্য সুকান্তর এই মন্তব্যের সঙ্গেও তাদের পুরোনো অভিযোগ জুড়ে দিচ্ছেন। বলছেন , কেন্দ্রীয় সরকার বার বার কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধীদের মুখ বন্ধ করতে চেয়েছে। এটাও তাদের নতুন কৌশল। বিরোধী জোটকে ভয় পেয়েই এবার দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে মাঠে নামতে চাইছে বিজেপি ।
তাহলে জি টোয়েন্টির পর নতুন কোন বোমা ফাটাবেন সুকান্ত ? এই টি টোয়েন্টিই বা কি? জল্পনা তুঙ্গে রাজনৈতীক মহলে !
Comments