top of page
Wrishita Mukherjee, WTN

ঘেমে নেয়েই সারতে হবে পুজো বাজার! রাজ্য থেকে পুরোপুরি বর্ষা বিদায় কবে?


বাংলা থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিতে আরও দিন পাঁচেক বাকি। শরতের রোদ ঝলমলে আকাশ পেতে আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ক'দিন দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ, মাঝে মধ্যেই রৌদ্রজ্জ্বল পরিবেশ কিন্তু শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আর্দ্রতা বাড়বে, বাতাসে জলীয় বাষ্পের কারণে, অস্বস্তি থাকবে। পুজো বাজারে গিয়ে ঘেমে নেয়ে একশা' হওয়ার সম্ভাবনা। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বীরভুম নদিয়া, মুর্শিদাবাদে, হালকা বৃষ্টির, বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা ৩৩ থেকে ২৭ ডিগ্রির মধ্যে ঘোড়া ফেরা করবে। দার্জিলিং কালিম্পং বাদে উত্তরের সব জেলায় হালকা বৃষ্টির, বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং-এ মাঝারি বৃষ্টির পূর্বাভাষ।

আবহাওয়া দফতর জানিয়েছে, একটা ঘূর্ণাবাত আছে তামিলনাড়ু অন্ধপ্রদেশ লাক্ষাদ্বীপ উপকূল অঞ্চলে। সেটা কেটে গেলেই, সোম মঙ্গলবারের মধ্যে ঝাড়খন্ড বিহার উড়িষ্যা ছত্রিশগড় এবং তেলেঙ্গানা রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে বলে মনে করছে আবহাওয়া বিভাগ। এছাড়া গুজরাট মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা বিদায় নিতে চলেছে।


আজ কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3 ডিগ্রি বেশি ছিল। গতকাল বিকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তুলনায় 1 ডিগ্রি বেশি।


হাওয়া অফিসের আশা বুধবার থেকে কলকাতায় মূলত পরিষ্কার হতে শুরু করবে। তবে শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৬৪ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

Comentarios


bottom of page