মালদা ও মুর্শিদাবাদের মডেল এবার গোটা রাজ্যে । সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী রেফার করা যাবে না। নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। চিকিৎসা করতে হবে সরকারি হাসপাতালেই। রেফার করলে কড়া ব্যবস্থা। সরকারি হাসপাতালের মান বাড়ানো হয়েছে তাই এই নির্দেশ, বলা হয়েছে নির্দেশিকায়।
একদল অসাধু চিকিৎসকের লোভের কারণে স্বাস্থ্যসাথী কার্ডের গ্রাহকরা সরকারি পরিষেবা পাচ্ছেন না, প্রাইভেট পাঠিয়ে দেওয়া হচ্চে । এতে পরিসেবা পাচ্ছেন না জনতা। অভিযোগ খোদ স্বাস্থ্য দফতরের । এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায় ।
Comments