top of page
Writer's pictureAfsana Nigar, WTN

বেতন বৃদ্ধিতেও বিরোধ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দুর


বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তৃণমূলের প্রাক্তন সদস্য ও বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



রাজভবনের বাইরে গত বৃহস্পতিবার নিজের বক্তব্য রাখতে গিয়ে অধিকারী বলেন, "বিধায়কদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করি না সবাইকে ভাতা দিয়ে তিনি মুখ বন্ধ রাখতে পারবেন না।"


এই ভাতা প্রকল্পের পরিবর্তে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবি করেন বিজেপি রাজ্য দলনেতা।

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজ বেতন ব্যতিত রাজ্যস্তরের বাকি মন্ত্রী,প্রতিমন্ত্রী ও বিধায়কের বেতন বাড়ানোর কথা বলেন ।


শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন না । বর্দ্ধিত বেতনকে 'ভাতা' বলে সম্বোধন করেন শুভেন্দু, তিনি এও যোগ করেন যে তিনি তা চান না।


এর আগে তিনি সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, পুলিশ কর্মী ইত্যাদির বেতন বৃদ্ধির দাবি করেন।

নন্দীগ্রামের বিধায়ক লক্ষীর ভান্ডার কর্মসূচিতে মহিলাদের আরও দেড় হাজার টাকা বৃদ্ধির দাবি রাখেন তৃনমূল সরকারের কাছে।


তহবিল থেকে মন্ত্রী মহলের এতগুলি মন্ত্রীর বেতন বৃদ্ধি না করে সাধারণ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা কেন ঘোষণা করছেন না মাননীয়া-অভিযোগ শুভেন্দু অধিকারীর।


Comments


bottom of page