top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

অন্ডালে শুভেন্দুর আসার আগে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা



অন্ডালে শীতলপুরে শুভেন্দুর আসার আগে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা।

শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার শীতলপুর কোলিয়ারি দূর্গা মন্দির প্রাঙ্গণে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আসছেন। যা জেনে রাস্তায় লাগানো হয়েছে দলীয় পতাকা ছিঁড়ে ফেলেন বিরোধীরা।


ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চ্যাটার্জি। তাঁর অভিযোগ তৃণমূল কংগ্রেস তাঁদের দলের ব্যানার পোস্টার ছিড়ে, যে রাজনৈতিক শুরু করেছে তাতে বিজেপির কোনো ক্ষতি হয়নি বরং উপকার হয়েছে। সাধারণ মানুষ জানতে পেরেছে যে রাতের অন্ধকারে বিজেপির ব্যানার পোস্টার ছিড়েছে একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস।


Comments


bottom of page