নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে কেরালার এরনাকুলামের এক শ্রমিককে ভর্তি করা হলো বেলেঘাটা আই ডি হাসপাতালে
- Ruchika Mukherjee, WTN
- Sep 19, 2023
- 1 min read

কেরালার এরনাকুলামে শ্রমিকের কাজ করতে যায় এক যুবক। পূর্ব বর্ধমানের বাসিন্দা সে। 26 বছর বয়স। সেই যুবককে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হলো।
গত 11 সেপ্টেম্বর থেকে পার্ক সার্কাস এর ন্যাশনাল মেডিক্যাল কলেজে আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন ছিল সেই যুবক।
ওই যুবকের দুই বন্ধু কেরলে অজানা জ্বরে মারা যান। তাঁদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ক্রমশ ছড়াচ্ছে এই নিপা ভাইরাস। এই ভাইরাসের উপক্রমগুলি এখনও সঠিক জানা যায়নি। তবে এখনো পর্যন্ত যা সন্দেহ করা হয়েছে সকলের আগে জ্বর আসছে এবং তারপর মৃত্যু ঘটছে।
এখনও কোনো ওষুধ তৈরি হয়নি এই ভাইরাসের।
Comments