top of page

অনুব্রতের জামিন-মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের

Writer's picture: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এরপর হাইকোর্টে জামিনের আবেদন, করলে, সেই আবেদন খারিজ করে হাইকোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল নেতা মামলা করলেন সুপ্রিম কোর্টে।


তবে এবার অনুব্রত মণ্ডলের জামিনের মামলায় সিবিআইকে নোটিশ দিল শীর্ষ আদালত। সিবিআইকে ওই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদী।


সোমবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টে বলেন, "এ পর্যন্ত পাঁচটি চার্জশিট ফাইল করা হয়েছে। কিন্তু শুধুমাত্র আমার ক্লায়েন্টই জেলে রয়েছেন। এই নিয়ে ১৪ মাস তিনি জেলবন্দি। অবাক করা বিষয়, মামলাটির 'কিং পিং', কিন্তু জামিন পেয়ে গিয়েছেন। আমার মক্কেলকেও জামিন দেওয়া হোক।"


বিচারপতি বসু এর উত্তরে জানান, আদালত সিবিআইকে নোটিশ জারি করার নির্দেশ দিচ্ছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে বিশদে বিবরণ দেবে সিবিআই। সেই বুঝে জামিনের আবেদন বিবেচনা হবে বলে জানিয়েছেন বিচারপতি।


প্রসঙ্গত গত বছরের অগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই-য়ের হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপর থেকে আসানসোল জেলে ছিলেন তিনি। পরে এই মামলায় অনুব্রতকে ইডি নিজেদের হেফাজতের নিলেও, পরবর্তীতে খুনের চেষ্টার মামলায় পুলিশ গ্রেফতার করেন অনুব্রতকে। খুনের চেষ্টার মামলায় রামপুরহাট জেল থেকে আসানসোল জেলে বদলি হন অনুব্রত।


এরপর ইডি গরু পাচার মামলায় ফের হেফাজতে নেন অনুব্রতকে। তারপর থেকে তিহারেই রয়েছেন তিনি। তার সঙ্গেই বন্দি রয়েছেন তার হিসেব রক্ষক মনীষ কোঠারি ও মেয়ে সুকন্যা মণ্ডল ।

Comentarios


bottom of page