top of page

সুপার ফোরে কার জয়: ভারত বনাম শ্রীলংকা

Writer: Afsana Nigar, WTNAfsana Nigar, WTN

শ্রীলংকা বনাম ভারত সুপার ফোরের চতুর্থ ম্যাচ। গত ১১ ই সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে ভারত ম্যাচে নেমে সুপার ফোরের একটি বড় 'জিত' এনে দিয়েছে ভারতকে।



গ্রুপ স্টেজ লেভেলে ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা বৃষ্টির জন্য আটকে যাওয়ায়,খেলা সেই দিন ওখানেই স্থগিত করা হয়। ফলত, হারজিতের কোন ফলাফলই দর্শকের হাতে আসেনি।


গত রবিবার, ইন্ডিয়ান সুপার ফোরের শুরুতে আবার ভারত বনাম পাকিস্তান খেলা হয়। কিন্তু বৃষ্টির কারণে আবারও মাঝখানে খেলা বন্ধ হয়ে যায়।তবে এইবার ৪ঠা সেপ্টেম্বরের মতো ম্যাচ বন্ধ করা হয়নি । পরের দিনই ফিরতি ম্যাচ হয়।

সেই খেলারতে জয়জয়কার ভারতের। ২২৮ রানের তফাতেে পাকিস্থানকে হারায় ভারত। গত সোমবার ভারত সুপার ফোর-এ পাকিস্তানের থেকে জিতে যায়।

মঙ্গলবার শুরু হয়ে গেছে ভারত শ্রীলংকার হাড্ডাহাড্ডি লড়াই। গত সোমবারের ফলাফলের পর মঙ্গলের খেলা অন্যরকম।


ইতিমধ্যেই বড় বড় পাঁচখানা উইকেট পড়ে গেছে। রোহিত, গিল, বিরাটের পর এইবার ওয়েল্লাগের বলে আউট হলেন কিপার ব্যাটসম্যান কে এল রাহুল ও ঈশান কিষান। ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা দর্শক আশাবাদী এই দুজনের পার্টনারশিপ গেম চেঞ্জ করতে পারে কিনা।


এক বছর পুরনো অ্যালবামে দেখা যাচ্ছে,এশিয়া কাপের সুপার ফোরে ভারত শ্রীলঙ্কার কাছেই হেরেছিল। আবারও কি ইতিহাসের পুনরাবর্তন ঘটবে, নাকি ভারতীয় জাতীয় দল দর্শকদের মুখে হাসি ফোটাতে পারবে?


Comentários


bottom of page