top of page

উন্নতির পথে সুন্দরবন, যোগাযোগ বাড়াতে চালু হবে আধুনিক জেটি


যাত্রীদের সুবিধার্থে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপগুলিতে বানানো হবে ভাসমান জেটি। আধুনিক এই জেটি চালু হলে কলকাতা থেকে সরাসরি সুন্দরবনের প্রান্তিক দ্বীপ , পাথর প্রতিমা, গোবর্ধনপুরে পৌঁছাতে পারবেন যাত্রীরা।


মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন,‘‌ এখানে চারটি ভাসমান জেটি হবে। এই জেটিগুলি দিয়ে মানুষ, সবরকম গাড়ি, অ্যাম্বুলেন্স পারাপার করতে পারবে। এর ফলে এই এলাকার সঙ্গে রাজ্যের অন্যান্য জেলা ও শহরের যোগাযোগ বাড়বে।


জেটিতে থাকবে শৌচালয়, বিশ্রামকক্ষ। এছাড়া থাকবে বেশ কিছু দোকান। পরিবহন দপ্তরের মাধ্যমে সুন্দরবনের দ্বীপাঞ্চলের যোগাযোগ আরও বাড়ানো হবে। এর ফলে মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধি হবে এবং প্রান্তিক এলাকার চিকিৎসা সমস্যারও সমাধান মিলবে।

Comments


bottom of page