বিশ্বকর্মা পুজোর দিনেই আচমকা চা বাগানে গেটে তালা। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সুখানী চা বাগানের শ্রমিকদের বিপর্যয় নেমে এল।
দূর্গা পুজোর আগেই জলপাইগুড়ির চা-বাগানে ঘটলো বিপর্যয়। রাতের অন্ধকারে মালিক পক্ষের প্রতিনিধিরা বাগান বন্ধ করে চলে গেলেন। অনিশ্চিত করে গেলেন ৪০০ জন চা শ্রমিকের জীবন।
সোমবার কাজে এসে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে মাথায় হাত জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সুখানী চা বাগানের শ্রমিকদের। গত কয়েক দিন ধরেই বাগানের ম্যানেজারের সঙ্গে কাজ নিয়ে শ্রমিকদের ঝামেলা লেগেই ছিলো।
অবসরপ্রাপ্ত শ্রমিকদের প্রাপ্য টাকা আটকে রাখার পাশাপাশি মহিলা শ্রমিকদের নানা ভাবে উত্যক্ত করা হতো বলে অভিযোগ।
গত ১৪ তারিখ দুই পক্ষের আলোচনায় বসার কথা থাকলেও শেষ মুহুর্তে তা ভেস্তে যায়। রবিবার রাতেই গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যান মালিক পক্ষের প্রতিনিধিরা।
পুজোর মুখে বাগান বন্ধে মাথায় হাত শ্রমিকদের। বিষয়টি নিয়ে শ্রম দফতরের দ্বারস্থ হতে চলেছেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
এবারের পুজোয় এই গরিব শ্রমিকদের দিন কীভাবে কাটবে? কে উত্তর দেবে?
コメント