top of page

ব্যাঙ্ক থেকে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে টাকা, প্রতারণার শিকার একাধিক

কৌশল্যা বাসিন্দা নিমাই ঘোষ পেশায় ডেইলি প্যাসেঞ্জেরি। তার একাউন্ট থেকে প্রথমে আগস্ট মাসেই ১৯ এবং ২০ তারিখে পরপর দুদিন ১০ হাজার করে ২০ হাজার টাকা উধাও হয়ে যায়। এরপরেই ব্যাংক কর্তৃপক্ষকে জানায়। থানায়ও অভিযোগ জানায়। তদন্ত শুরু হয়।



এরপর ফের সেপ্টেম্বর মাসের ১২ তারিখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে পরপর দুই ধাপে দশ দশ কুড়ি হাজার টাকা উধাও হয়ে যায়। ফের খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানায়। একেতো ডিলি প্যাসেঞ্জারি করে তারপর ৪০ হাজার টাকা দুটি ব্যাংক একাউন্ট থেকে উধাও হয়ে যায়। স্বাবাভিক ভাবে চিন্তার ভাঁজ পড়েছে সেই ব্যাক্তির কপালে।

খড়গপুর কৌশলের দুই বাসিন্দা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা উধাও। এক ব্যক্তির ১৫ এবং আর একজনের ৪ হাজার টাকা উধাও হয়ে গেছে। বৃহস্পতিবার খড়গপুর এক মহিলা ফেসবুকে পোস্ট করেছেন তার স্বামীর একাউন্ট থেকে উধাও হয়ে গেছে বেশ কিছু টাকা।

তাহলে কি আধার প্যান লিংক কি বিপদ বাড়াচ্ছে ? বহু মানুষের একাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাংকে রাখা টাকা এইভাবে উধাও হয়ে যাবে? প্রশ্ন উড়তে শুরু করেছে, সঙ্গে মাথায় চিন্তার ভাঁজে ফেলেছে তাহলে কি প্যান আধার লিঙ্ক কি বিপদ ঘনিয়ে আনছে ?

Commentaires


bottom of page