top of page

স্বাস্থ্যভবনে ডেঙ্গি বিক্ষোভ অভিযানে শুভেন্দুকে ঢুকতে না দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

রাজ্যে ডেঙ্গির ভয়াবহ রূপ দেখে শুভেন্দু অধিকারী ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। স্বাস্থ্য ভবনে ঢুকতে পুলিশ তাঁকে বাধা দেয়।


মঙ্গলবার ২৬শে জুন দুপুরে বিজেপি বিধায়ক তাঁর সমর্থকদের নিয়ে মিছিল করে যান স্বাস্থ্যভবনের দিকে। এরপর তাকে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। গেট বন্ধ করে দেওয়ার পর তাঁকে স্বাস্থ্য ভবনের গেট ধরে ঝাঁকাতে দেখা যায়।


শুভেন্দু জানান, স্বাস্থ্য ভবনে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবের কাছে এসেছিলেন স্মারকলিপি জমা দিতে। এই দুই মিনিটের কাজের জন্য তাঁকে এবং অন্যান্য বিজেপির বিধায়কদের বাধা দেওয়া হয়।


বিজেপি বিধায়কের দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনেরও বেশি। তিনি জানিয়েছেন তার কাছে সমস্ত তথ্য রয়েছে।


তাঁর বক্তব্য, রাজ্যের বাকি সব দেশ ডেঙ্গির সমস্ত রিপোর্ট জমা করলেও পশ্চিমবঙ্গ তথ্য গোপন করছে।


এই ঘটনা নিয়ে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলকে। শুভেন্দুর এই স্বাস্থ্য ভবন যাওয়া নিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, শুভেন্দু শকুনের রাজনীতি করছে। এক্ষেত্রে জনগণের সচেতনতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সব কিছুকে এড়িয়ে শুভেন্দু সস্তার রাজনীতি করে সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছেন।"

Comentarios


bottom of page