বেশ কিছুদিনের বিরতির পর সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠাকে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও তিনি একটি বার ও শুভেন্দুর নাম উচ্চারণ করেননি, তবে প্রতিটি কথাই যে বিরোধী দলনেতার উদ্দেশে তা বেশ স্পষ্ট।
বিদেশ সফর, অসুস্থতা, পুজো— গোটা সময়টা বাড়ি থেকে অফিস সামলে বিরতির পরে নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বদল এসেছে অনেক। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন গত শুক্রবার। তা নিয়ে অনবরত আক্রমণ চালাচ্ছেন বিরোধি দল । তবে সবচেয় বেশী আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর নবান্নে এতদিনের অনুপস্থিতি নিয়েও।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কাদের ৬০-৭০-৮০টা ট্রলার আছে, কত গাড়ি আছে, ক’টা পেট্রোল পাম্প আছে, আমরা সে সব কাগজপত্র বার করছি। এত দিন করিনি। এ বার করছি।’’
মুখ্যমন্ত্রী এখানেই থামেননি । শুভেন্দু হলো তাঁর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য । সেই সময়কার ঘটনা মনে করিয়ে তিঁনি বলেন, ‘‘মন্ত্রী থাকার সময়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কত জমি কত টাকায় বিক্রি করেছেন কেউ জানে?’’ তারপর হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘কেঁচো খুঁড়তে গেলে সাপ বার হবে।’’
শুভেন্দু অধিকারী পালটা জবাবে সংবাদমাধ্যমকে জানান ‘‘উনি বাপের বেটি হলে করে দেখান। আবার বিধানসভা নির্বাচনে দেখা হবে। মুখে ঝামা ঘষে দেব।’’
Comentários