সামনেই লোকসভা ভোট সেখানেই নিজেদের জমি ফিরে পেতে শাসক দলকে কঠিন প্রতিযোগিতায় ফেলতে মরিয়া বিজেপি। আর এখানেই প্রসঙ্গ উঠে এলো রেলের।
রবিবার ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল মাঠে বিজেপির ঘাটাল পূর্ব মন্ডল কমিটির উদ্যোগে এক জনসভায় উপস্থিত ছিলেন প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। ঘাটালের এই মঞ্চ থেকে শুভেন্দু বলেন "সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের বেশ কয়েকটি রেল পথ চালুর জন্য জমি চেয়ে নবান্নকে চিঠি পাঠিয়েছেন। তার আগে রেলমন্ত্রী রাজ্যের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন সেখানে ঘাটালের বিধায়ক রেলমন্ত্রী কাছে ঘাটাল রেলপথ তৈরির কথা তুলে ধরেন। তারপরই দ্রুত রেল পথ তৈরির জন্য জমি চেয়ে তৎপরতা শুরু হয়। তার মধ্যে ঘাটাল ইড়পালা রেলপথের কথা উল্লেখ রয়েছে।"
শুভেন্দু অধিকারীর দাবি "রেলমন্ত্রী রাজ্যকে বলেছেন, আমি টাকা নিয়ে প্রস্তুত। জমি দাও। রেললাইন পাতার কাজ শুরু হয়ে যাবে।" ঘাটালের মূল কেন্দ্রবিন্দু এখন রেলপথ। কারণ মহকুমাবাসিকে ট্রেনে কোথাও যেতে গেলে পাড়ি দিতে হয় ৩০ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া নইলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে।
সুতরাং, লোকসভা ভোটের আগে রেল প্রস্তুতিতে জনতার মন জয় করার পথে শুভেন্দু। একই সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গে পুরো দায় রাজ্যের দিকে ঠেলে দিয়েছেন শুভেন্দু। জানিয়েছেন কেন্দ্র টাকা দিয়েছে রাজ্য তার অংশে টাকা দিচ্ছে না তাই অধরা মাস্টার প্ল্যান যদিও শাসকদলের পক্ষ থেকে ঠিক এর উল্টো দাবি করা হয় রেল ও মাস্টার প্ল্যান নিয়ে শুভেন্দুর মন্তব্য কি এবার করা সমালোচনা করছে শাসক শিবির। সুতরাং এবার ঘাটালে জায়গা করে নিতে মরিয়া বিজেপি। এক চুল জায়গা ছেড়ে দিতেও রাজি নয় কোন দলই।
এদিনের জনসভায় শুভেন্দু ছাড়া উপস্থিত ছিলেন খড়গপুর বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, ঘাটালের বিধায়ক শীতল কপাট সহ অন্যান্যরা। ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে সরিয়ে জায়গা করে নিয়েছে তৃণমূল। সুতরাং তৃণমূলের পায়ের মাটি অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। অন্যদিকে বিজেপি এখন ধুপগুড়িতে শক্তিহীন।
ধূপগুড়িতে মোট ৪৪২৬ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্মল চন্দ্র রায়। ভোট প্রচারে ধুপগুড়িতে গিয়ে মহকুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে সেই প্রতিশ্রুতি কি কেল্লাফতে করলো? তা নিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো চলছে টানাপোড়েন।
ধুপগুড়িতে এখন বিজেপি শক্তিহীন হলেও ঘাটালে কিন্তু গেরুয়া শিবিরের জয়জয়কার। তবে পুরসভা ও পঞ্চায়েত ভোটের ফলাফল পদ্ম শিবিরকে ক্রমশ চিন্তায় ফেলছে।
জুলি সাউ
Comments